লেবাননের বন্দর নগরীতে ইসরায়েলী বাহিনীর বিমান হামলা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৮:১৩
লেবাননের বন্দর নগরীতে ইসরায়েলী বাহিনীর বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের বন্দর নগরী টায়ারে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলী বাহিনী। সেখানকার বাসিন্দাদেরকে হামলার হুমকি এবং তাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এ হামলা চালালো তারা।


২৩ অক্টোবর, বুধবার এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


এর আগে ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা হাশেম সাফিউদ্দিনকে হত্যা করেছে, যিনি হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী ছিলেন। যদিও এ বিষয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি।


অন্যদিকে গাজার বেত লাহিয়া থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা বলছেন, তারা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখেছেন এবং ইসরায়েলি সৈন্যরা পুরুষদের আটক ও মারধর করছে।


উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২,৭৯২ জন নিহত এবং ১,০০,৪১২ জন আহত হন। এর আগে, ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com