
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
২০ অক্টোবর, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে হিউস্টনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
২১ অক্টোবর, সোমবার এবিসি নিউজ জানিয়েছে, একটি রেডিও টাওয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টারটি। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের চার আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে, মাটিতে থাকা কেউ আহত হননি এবং রেডিও টাওয়ার ছাড়া অন্য কোনো ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
হেলিকপ্টার দুর্ঘটনার ফলে সৃষ্ট আগুন দুই থেকে তিনটি ব্লক পর্যন্ত ছড়িয়ে পড়ে। হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]