
মিয়ানমারের দক্ষিণ উপকূলে ৩০ জন নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ তানিনথারি অঞ্চলের কিয়াউক কার গ্রামের এক সন্ন্যাসী বলেছেন, গত রাতে (২০ অক্টোবর) ও আজ সকালে আমরা ১০টি মরদেহ পেয়েছি।
নাম প্রকাশ না করার অনুরোধে তিনি বলেন, নৌকাটিতে অধিকাংশই শিক্ষার্থী ছিল। তারা দুই সপ্তাহের বিরতির পরে গ্রাম থেকে মাইক শহরে ফিরছিল।
তিনি আরও বলেন, স্থানীয় সময় রাত নয়টার দিকে নৌকাটি গ্রাম থেকে ছেড়ে যায়। বেশি যাত্রীর কারণেই এটি ডুবে গেছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]