
যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন মারা গেছেন। তিনি ৮৩ বছর বয়সে মারা যান। গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন যাপন করছিলেন।
২১ অক্টোবর, সোমবার তুর্কি মুসলিম ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন যুক্তরাষ্ট্রে মারা গেছেন বলে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং গুলেনপন্থীদের একটি ওয়েবসাইট জানিয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাবেক মিত্র গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ রয়েছে। দীর্ঘ দিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করেছিলেন।
গুলেনের মৃত্যু সংবাদ প্রকাশ করে ওয়েবসাইট হারকুল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গুলেন রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গুলেন তুরস্ক এবং তার বাইরে একটি শক্তিশালী ইসলামি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার জন্য অভিযুক্ত হয়ে বাকি জীবন নির্বাসনে কাটিয়েছিলেন।তবে, তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করে আসছিলেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]