
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত সপ্তাহে ৭ শতাংশ হ্রাসের পর নতুন সপ্তাহের শুরুতে দাম কিছুটা বেড়েছে।
২১ অক্টোবর, সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ১৪ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬৯ দশমিক ৩২ ডলারে।
এর আগে, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]