ভারতের দিল্লিতে স্কুলের সামনে বিস্ফোরণ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৬:১৪
ভারতের দিল্লিতে স্কুলের সামনে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের রাজধানী দিল্লির রোহিণী এলাকায় সিআরপিএফ স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।


২০ অক্টোবর, রবিবার সকালে দিল্লির রোহিণী এলাকার ওই স্কুল সংলগ্ন এলাকায় হঠাৎই জোরালো শব্দ পান স্থানীয় বাসিন্দারা। ছুটে গিয়ে তারা দেখেন, স্কুলের ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে।


স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির কাচগুলিও ভেঙে পড়ে থাকতে দেখা যায়। এমনকি স্কুল থেকে বেশ কিছুটা দূরে থাকা কয়েকটি দোকানের সাইনবোর্ডও বিস্ফোরণের অভিঘাতে খুলে পড়ে যায়। তবে রবিবার স্কুল বন্ধ থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।


এতে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিস্ফোরণের কারণ নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।


কর্মকর্তারা বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা করছেন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, সকালে দিল্লির রোহিণীতে সিআরপিএফ স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে বিদ্যালয়ের দেওয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন।


স্থানীয় বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণস্থলের কাছাকাছি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।


প্রত্যক্ষদর্শী বলেন, আমি বাড়িতে ছিলাম। একপর্যায়ে আমি বিকট শব্দ শুনতে পেয়ে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই এবং ভিডিও রেকর্ড করেছি। আমি এর বেশি কিছু জানি না। পুলিশের দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।


এনডিটিভি বলছে, সকাল ৭.৪৭ মিনিটে প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণটি ঘটে। সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে তারা বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।


পরে পুলিশ জানায়, তারা এখনও সন্দেহজনক কিছু পায়নি এবং তদন্তের অংশ হিসাবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে স্কুলের কাছে পার্ক করা গাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে এবং এলাকার দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।


এছাড়া বিস্ফোরণস্থলে সাদা গুড়া জাতীয় কিছু বস্তু পাওয়া গেছে। এই জিনিসটি কী, তা পরীক্ষা করে দেখছে ফরেনসিক বিশেষজ্ঞরা।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com