অনুরোধের পরও কানাডা বিষ্ণোই গ্যাং সদস্যদের প্রত্যর্পণ করেনি: ভারত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০১:৫০
অনুরোধের পরও কানাডা বিষ্ণোই গ্যাং সদস্যদের প্রত্যর্পণ করেনি: ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডার সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারত এবার অভিযোগ তুলল, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির পক্ষ থেকে অনুরোধ করা হলেও অটোয়া সাড়া দেয়নি।


১৭ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এমন অভিযোগ তুলে বলেছেন, এক দশকের বেশি সময় পার হলেও ২৬ জনকে এখনো প্রত্যর্পণ করেনি কানাডা।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সোয়াল বলেন, ‘যে ব্যক্তিদের ভারতে ফেরত পাঠানোর জন্য আমরা অনুরোধ করেছিলাম, সেই ব্যক্তিরা নাকি এখন কানাডায় অপরাধ করছে বলে এখন দাবি করছে দেশটির পুলিশ। আর এসব অপরাধের জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে। অনুরোধের এক দশক বা তার বেশি সময় পরও ২৬ জনকে প্রত্যর্পণ করা হয়নি। আরও কিছু অনুরোধ এখনো অপেক্ষমাণ।’


গত বছরের জুনে কানাডায় খুন হন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। এ হত্যাকাণ্ডের জেরে গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক টানাপোড়েন চলছে। কানাডার দাবি, হত্যা ও সহিংসতাসহ কানাডায় বিভিন্ন সংঘবদ্ধ অপরাধে ভারত সরকারও জড়িত। যদিও ভারত এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে সম্প্রতি দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে।


কানাডার পুলিশ গত সোমবার দাবি করে, ২০২৩ সালে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কুখ্যাত অপরাধী চক্র লরেন্স বিষ্ণোই গ্যাং জড়িত। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। তাদের অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) পক্ষে নিজ্জরকে হত্যা করেছিল বিষ্ণোই গ্যাংয়ের একদল সদস্য।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com