
পাকিস্তানের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মারিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলের জনগণের জন্য এক কোটি রুপি অর্থ সহায়তা প্রদান করেছেন। তিনি ফিলিস্তিনের জন্য তৈরি ‘সহায়তা ফান্ড’ থেকে এ অর্থ প্রদান করেন।
অলাভজনক বেসরকারি সংস্থা ‘আল আবরার ওয়েলস’র মাধ্যমে এই সহায়তা দিয়েছেন মারিয়া। সংস্থাটি ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি, খাদ্য ও মানবিক সহায়তা প্রদানে নিবেদিত।
এ পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার গাজার চলমান পরিস্থিতিতে মানবিক সহায়তার প্রথম ধাপ হিসেবে এই অর্থ সহায়তা করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, এই অর্থ থেকে একটি জলকূপ নির্মাণ করা হবে। যেখানে থেকে গাজাবাসীর জন্য বিশুদ্ধ পানীয় নিশ্চিত করা হবে।
মারিয়ার ফিলিস্তিনের জন্য গঠন করা ফান্ড তৈরির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রশংসিত হচ্ছে।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বার্তায় মারিয়া সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। ‘মারিয়া বি ফিলিস্তিন’ ফান্ড থেকে সংগ্রহ করা এক কোটি রুপি ‘আল আবরার ওয়েলসকে’ দেয়া হয়েছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]