মিসরে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ১২
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৭
মিসরে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিসরের কায়রো থেকে লোহিত সাগরের উপকূলে সংযোগকারী একটি হাইওয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৩ জন।


স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটেছে। মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।


একটি বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, কায়রো থেকে আইন সোখনাসহ লোহিত সাগরের উপকূলীয় শহরগুলোর সঙ্গে সংযোগকারী আল-গালা হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।


রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আহরাম সংবাদপত্রসহ স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, গালালা শহরের গালালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই দুর্ঘটনার শিকার হয়েছে।


বেসরকারি মালিকানাধীন রাষ্ট্রপন্থি সাদা আল-বালাদ নিউজ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসচালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলো। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।


২০২১ সালে মিসরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ১০১ জন মানুষ নিহত হয়, যা এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com