লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২১
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১১:৩৭
লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সমর্থনপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে তাদের লক্ষ্যস্থল আরও বিস্তৃত করল ইসরায়েল, সোমবার তারা প্রতিবেশী দেশটির উত্তরাঞ্চলে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর আইতোতে প্রথমবারের মতো হামলা চালিয়ে অন্তত ২১ জনকে হত্যা করেছে।


ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের জাঘার্তা অঞ্চলের শহরটির আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। এরমধ্যে একটি বাড়ি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ভাড়া নেওয়া হয়েছিল বলে আইতোর মেয়র জোসেফ ট্রাড রয়টার্সকে জানান।


রেডক্রস জানায়, ২১ জন নিহত হওয়ার পাশাপাশি এ হামলায় আরও আটজন আহত হয়েছেন।


লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহর সঙ্গে এক বছর ধরে শত্রুতা চললেও এই প্রথম তারা লেবাননের ওই এলাকায় হামলা চালালো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রথম প্রতিবেদনে নিহতের সংখ্যা ৯ বলে জানিয়েছিল।


হিজবুল্লাহ গোষ্ঠীর উপস্থিতি প্রধানত লেবাননের দক্ষিণাঞ্চলে ও রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলীগুলোতে সীমাবদ্ধ। ইসরায়েলও এতোদিন লেবাননের দক্ষিণাঞ্চলে, পূর্বাঞ্চলের বেকা উপত্যকা ও বৈরুতের দক্ষিণাংশের শহরতলীগুলোতে হামলা চালিয়ে এসেছে। কী কারণে এখন তারা আইতো শহরে হামলা চালালো তা পরিষ্কার হয়নি।


ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। আইতোতে তাদের নিশানা কী ছিল তাও পরিষ্কার হয়নি।


সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ভেতর দিয়ে প্রবাহিত আওয়ালি নদীর উত্তরদিকের ২৫টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। তারা ওই এলাকায় আক্রমণ তীব্র করে তুলেছে বলে জানা গেছে।


ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের ট্যাংক বিধ্বংসী ইউনিটের কমান্ডার মুহাম্মদ কামেল নাইমকে হত্যা করেছে।


ইসরায়েলের এ দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com