কমলা হ্যারিসের সমর্থনে গান বানিয়ে প্রচারণা এআর রহমানের
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৬:২৩
কমলা হ্যারিসের সমর্থনে গান বানিয়ে প্রচারণা এআর রহমানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলে নির্বাচনে আসছেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। এবার তার সমর্থনে ৩০ মিনিটের সংগীত ভিডিও বানিয়েছেন ভারতের বিখ্যাত গায়ক ও সংগীত পরিচালক এআর রহমান। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই ভিডিওটি প্রচারণা হিসেবে ব্যবহার হবে।


১৩ অক্টোবর, রবিবার রাত ৮টায় ‘এশিয়ান–আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স’ (এএপিআই)- এর ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে এই সংগীত ভিডিও প্রথম প্রচারিত হবে।


আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গে এবারের নির্বাচনে মূল লড়াই প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের। অক্টোবরের গোড়ায় প্রকাশিত জনমত সমীক্ষা জানাচ্ছে, ট্রাম্পের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি সমর্থন পেতে পারেন কমলা। এই পরিস্থিতিতে এই প্রথম ভারত তথা এশিয়ার কোনও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীতিকার কমলার প্রচারে শামিল হলেন।


এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, রহমানের কিছু জনপ্রিয় গানের সঙ্গে ভিডিওতে থাকছে কমলার সমর্থনে প্রচার এবং আমেরিকাবাসী এশীয় (এএপিআই) জনগোষ্ঠীর প্রতি তার আবেদন। আমেরিকার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের মধ্যেও রহমানের আবেদন সাড়া ফেলবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com