
ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত শমনায় লেবাননের হিজবুল্লাহর রকেট হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহতও হন।
৯ অক্টোবর, বুধবার হিজবুল্লাহ ইসরাইলে অন্তত ১৫০টি রকেট নিক্ষেপ করে। এসব রকেট বেশ কয়েকটি সীমান্ত শহরে আঘাত হানে।
প্যারামেডিকরা জানিয়েছেন, শারপনেলের আঘাতে ৪০ বছর বয়সী এক দম্পতি গুরুতর আহত হয়ে মারা যান। তারা কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল। এলাকাটির অধিকাংশ বাসিন্দা গত এক বছরের সীমান্ত লড়াইয়ের পর ইতিমধ্যেই অন্যত্র চলে গেছেন। প্রথমবারের মতো হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহতের ঘটনা এই প্রথম। দুই সপ্তাহ আগে ইসরায়েল হিজবুল্লাহর ওপর বিমান হামলা শুরু করার পর এই সংঘাত বৃদ্ধি পায়। কিরিয়াত শমনায় অনেক বাসিন্দা এই হামলার ফলে ক্ষুব্ধ।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবারের এই হামলায় ৯০টি রকেট লেবানন থেকে ৮ মিনিটের ব্যবধানে নিক্ষেপ করা হয়েছে।
বিবার্তা/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]