
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭ শ্রমিক। এছাড়া আরো কয়েকজন গুরুতর আহত হন।
৭ অক্টোবর, সোমবার সকালে কয়লা উত্তোলনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খনিতে নিয়মিত কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা ওই সময় বিস্ফোরণের ব্যাপারে অবগত ছিলেন না। অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বিস্ফোরণের পরপরই কোলিয়ারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় ভাদুলিয়া অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মরদেহগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় স্থানীয়রা। এতে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে এই বীরভূমেই খনিতে ধস নেমে মৃত্যু হয়েছিল তিন শ্রমিকের। আর এবার বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। সেই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]