থাইল্যান্ডে স্কুলবাস দুর্ঘটনায় ২২ শিশুর মৃত্যুর শঙ্কা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৯:২৪
থাইল্যান্ডে স্কুলবাস দুর্ঘটনায় ২২ শিশুর মৃত্যুর শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ডজন শিশু শিক্ষার্থী বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে আগুন ধরেছে।


১ অক্টোবর, মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে।


দেশটির পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনার পর বাসটি থেকে ১৬ শিশু ও তিন শিক্ষক বেরিয়ে আসতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন আরও তিন শিক্ষক ও ২২ শিক্ষার্থী।


থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানালেও সেই সংখ্যা ঠিক কত তা এখনও নিশ্চিত নয় বলে উল্লেখ করেছেন।


ছবিতে দেখা গেছে, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনের তাপের কারণে গাড়ির ভেতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বেরিয়ে আসা ১৯ জনের মধ্যে আটজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে সাংবাদিকদের পরিবহনমন্ত্রী সুরিয়াহে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা।”


বাসটি প্রাকৃতিক গ্যাসের সাহায্যে চলত। এই গ্যাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, যাত্রীবাহী যানবাহনের জন্য এ ধরনের জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হবে।


থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।


প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা বলেন, “একজন মা হিসেবে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করছি।”তিনি আরও বলেন, “নিহতদের চিকিৎসার সব ব্যয় ও ক্ষতিপূরণের দায়িত্ব নেবে সরকার।”


উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া পিয়ালাক থিঙ্কিয়ু বলেন, নিহতদের দেহ এত বেশি পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন। ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, “বাসের সামনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়।”


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com