
দেশটির ঘনবসতিপূর্ণ শহর সাংহাইয়ের একটি সুপারমার্কেটে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হন আরো অন্তত ১৫ জন।
স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক ব্যক্তি ওই সুপারমার্কেটের ভেতরে ছুরি নিয়ে উন্মত্তের মতো হামলা চালায়।
মঙ্গলবার বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে তিনজন মারা যান।
৩০ সেপ্টেম্বর, সোমবার রাতে ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী লিনকে (৩৭) সুপারমার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ ১ অক্টোবর, মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
দেশটির পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আহতাবস্থায় ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যায়। আহত অপর ১৫ জনের অবস্থা শঙ্কামুক্ত।
পুলিশ জানিয়েছে, ‘অর্থনৈতিক অসন্তোষের কারণে ব্যক্তিগত রাগ প্রকাশের জন্য’ লিন সাংহাইয়ে এসেছিল।
বিবিসি জানিয়েছে, নগরীর দক্ষিণপশ্চিমাংশের ঘনবসতিপূর্ণ সোংজিয়াং এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এলাকাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা শঙ্কামুক্ত বলে জানা গেছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।
চীনে অগ্নেয়াস্ত্র নিষিদ্ধ, কিন্তু গত কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।
সেপ্টেম্বরে চীনের দক্ষিণাঞ্চলে নিজ স্কুলের কাছে ছুরির আঘাতে ১০ বছর বয়সী একটি জাপানি বালক নিহত হন।
এর আগে জুনে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় জিলিনের একটি পার্কে ছুরি হামলার আরেক ঘটনায় চার মার্কিন প্রশিক্ষক আহত হন।
আর মে মাসে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়ুনানের এক হাসপাতালে এক ব্যক্তির ছুরির আঘাতে দুইজন নিহত ও আরও ২১ জন আহত হন।
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]