লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরো ১০৫
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৮
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরো ১০৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নজর দিয়েছে ইসরায়েল। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে লেবানন জুড়ে হামলা চালিয়ে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধানসহ শীর্ষ কমান্ডারদের প্রায় সবাইকে হত্যা করেছে ইহুদিবাদীরা। ক্ষান্ত না দিয়ে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হন আরও সাড়ে তিন শতাধিক মানুষ।


৩০ সেপ্টেম্বর, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবনকে সম্পূর্ণ গুড়িয়ে গেছে এবং এতে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে আশ্রয় নেওয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্যরাও রয়েছেন।


লেবাননের রাজনৈতিক নেতারা ইসরায়েলি এই হামলা ও হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। যদিও ইসরায়েল দাবি করছে, তারা শুধু হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে।


ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধবিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযানও অংশ নেয়।


লেবাননের রাজধানীকে আগে ইসরায়েলি আক্রমণ থেকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখা হতো। তবে সরাসরি বৈরুত শহরে বোমা হামলার ঘটনায় বোঝা যাচ্ছে দেশের অন্যান্য অংশের মতো বর্তমানে রাজধানী শহরও ইসরায়েলি হামলার অধীনে রয়েছে।


বিবার্তা/এনএইচ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com