ফ্লোরিডায় হারিকেন ‘হেলেন’এর আঘাত, নিহত ৩
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৯
ফ্লোরিডায় হারিকেন ‘হেলেন’এর আঘাত, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থলভাগে আঘাত হানে ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন।


২৬ সেপ্টেম্বর,বৃহস্পতিবার এ হারিকেন আঘাত হানে।


কর্মকর্তারা ভয়াবহ পরিস্থিতি এবং একটি সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের সতর্কতা জারি করেছিলেন। ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে একটি দোতলা বাড়ি ভেসে যায়।


ঝড়ে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


২৭ সেপ্টেম্বর, শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যালিগেটর পয়েন্ট থেকে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।


ভয়াবহ ঝড়ে দশ লাখের ও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। কয়েক দশকের মধ্যে মেক্সিকো উপসাগরীয় ঝড়গুলোর মধ্যে এটিই বড় ধরনের ঝড় বলে আশা করা হচ্ছে।


ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পেরি শহরের কাছে স্থলভাগে আঘা হেনে দ্রুত শক্তিশালী হয়ে ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৪ হারিকেনে পরিণত হয়েছে।


ঝড়ের সময় ঘণ্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার) বেগে বাতাস প্রবাহিত হয় এবং এটি উপসাগরের ওপর দিয়ে তালাহাসির দক্ষিণে বিগ বেন্ড এলাকায় আঘাত হানে।


এনএইচসি সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘ফ্লোরিডা বিগ বেন্ড উপকূলে প্রত্যেকেই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে।’


সেন্ট পিটার্সবার্গ, ডাউন টাউন টাম্পা, সারা সোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্যান্য শহরগুলোর কিছু অংশ ইতোমধ্যেই প্লাবিত হওয়ায় টাম্পা এবং তালাহাসি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।


পাওয়ারআউটরেজ.ইউএস অনুসারে প্রায় ১,০৩৬,৫৫৩ বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় পড়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com