
চলতি বছর এখন পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ২৫ হাজার অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা।
যুক্তরাজ্যে পাড়ি জমানো এই অভিবাসীদের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত চার শতাংশ বেশি৷ গত বছর অর্থাৎ ২০২৩ সালের এই সময়ে মোট ২৩ হাজার ৯৯৬ অভিবাসী চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন৷
এ বছর একই সময়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছা অভিবাসীর সংখ্যা ২০২২ সালের তুলনায় ২১ ভাগ কম৷ ওই বছর একই সময়ের মধ্যে ৩১ হাজার ৬৮৬ অভিবাসী চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন৷
চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে৷ সোমবার টানা তৃতীয় দিনের মতো খারাপ আবহাওয়া উপেক্ষা করে চ্যানেল পাড়ি দিয়েছেন অভিবাসীরা৷ লাইফ জ্যাকেট এবং কম্বল গায়ে দেওয়া কিছু অভিবাসীকে কর্তৃপক্ষ ডোভার বন্দরে নিয়ে যাচ্ছে এমনটা দেখা গেছে৷
দেশটির হোম অফিস জানায়, রোববার ১৩টি নৌকায় করে মোট ৭১৭ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন৷ এই সংখ্যা চলতি একদিনে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীর সংখ্যার বিবেচনায় তৃতীয় সর্বোচ্চ৷ তার আগে চলতি বছরের ১৮ জুন ৮৮২ জন এবং ১৪ সেপ্টেম্বর ৮০১ জন চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন৷
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]