
শ্রীলঙ্কায় ভোট গ্রহণ শেষে রাতভর দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। ‘জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা’ করে এ কারফিউ জারি করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর আল জাজিরা
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীলঙ্কার পুলিশ আট ঘণ্টার জন্য কারফিউ জারি করে। দেশটিতে শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) ফল ঘোষণার কথা রয়েছে।
এ ভোটকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে শান্তিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এ ঘোষণার অল্প সময় পরে পুলিশ কারফিউ ঘোষণা করে।
এবার ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। কিন্তু নির্বাচনের মহাপরিচালক সামান শ্রী রত্নায়কের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার ভোট গ্রহণের পরিমাণ শেষ পর্যন্ত ৭৫ শতাংশে দাঁড়াতে পারে। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮৩ দশমিক ৭২ শতাংশ।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]