
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নুসিরাত ক্যাম্পে নয়জন, গাজা শহরে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আগের হামলায় আহত দুইজন এদিন মারা গেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, একদিনেই গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি বলছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ২৭২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এ ছাড়া ইসরায়েলি বাহিনীর হামালায় আহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৫৫১ জন। পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত গাজার বিভিন্ন ভবনের নিচে এখনও চাপা পড়ে আছেন কয়েক হাজার মানুষ।
এর আগে গাজা শহরের জেইতুন এলাকার একটি বাড়িতে হামলা করে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে সেখানে থাকা দুই ব্যক্তি আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। তাদরে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হচ্ছে, তাদের মধ্যে একজনকে রক্তাক্ত এবং ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]