বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৯, হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬
বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৯, হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েল ও লেবাননের মধ্যকার সংঘাত দ্রুত কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। লেবাননে ইসরায়েলি যুদ্ধবিমান হামলার জবাবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দেশটিতে রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে হিজবুল্লাহর এক কমান্ডারসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৈরুতে হামলার কথা নিজেরাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ বৈরুতে হামলা হয়েছে। এই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত।


এই হামলায় হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। তাঁকে টার্গেট করেই এই হামলা করা হয়েছিল বলে জানায় আইডিএফ। আইডিএফের এক মুখপাত্র বলেন, ইব্রাহিম আকিল হিজবুল্লাহর বিশেষ গ্রুপের প্রধান ছিলেন। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।


এ ঘটনার এক প্রতিক্রিয়ায় লেবাননে অবস্থিত ইরানের দূতাবাস থেকে বলা হয়, বিমান হামলায় ইসরায়েল ‘সব লাইন’ অতিক্রম করে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা দাবি করে, ইসরায়েল আবাসিক এলাকাতেও হামলা করেছে।


এই হামলা চালানোর আগে ইসরায়েল আমেরিকাকে কিছু জানায়নি বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর জানা নেই। মার্কিন নাগরিকেরা যেন লেবানন এড়িয়ে চলেন। বাইডেন প্রশাসন এই অঞ্চলে আর সংঘাত চায় না।


শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ক্যানের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ জানায়, কাতিউশা রকেট দিয়ে ৭টি হামলা করেছে তারা। পরে তারা জানায়, মোট ১৪০টি রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এসব হামলায় একজন হতাহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যম।


লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির দক্ষিণে কমপক্ষে ৫২টি হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননও উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনায় হামলা চালায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com