নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ২৮৫
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ২৮৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান ভয়াবহ বন্যায় অন্তত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।


১৮ সেপ্টেম্বর, বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ)।


সরকারি বিবৃতি অনুসারে, নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের মধ্যে ৩১টিই বন্যা কবলিত। বন্যায় ইতোমধ্যে ধ্বংস হয়েছে ৯৯ হাজার ৪৬টি বাড়ি, অন্তত ১ লাখ ২৭ হাজার ৫৪৪ হেক্টর জমির ফসল এবং শত শত সড়ক-সেতু।


এর আগে সোমবার এক বিবৃতিতে নাইজেরিয়ার কারাগার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে দেশটির বারনো প্রদেশের রাজধানী মাইদুগুরির প্রধান কারাগারের দেওয়াল ভেঙে পড়েছে। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ২৮১ জন কয়েদির।


ব্যাপক বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে পশ্চিম আফ্রিকা অঞ্চলজুড়ে এবার বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গত কয়েক দশকে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি। এবারের বন্যায় নাইজেরিয়াসহ পুরো পশ্চিম আফ্রিকায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন অন্তত ৪ লাখ মানুষ।


সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের মতে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম বোর্নো রাজ্যে বাস্তুচ্যুতদের মধ্যে ১ লাখ ৫০ হাজারই শিশু। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডানকান হার্ভে বলেছেন, বাস্তুচ্যুত শিশুরা ২৬টি আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে।


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও নাইজেরিয়ার বন্যায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার।


বিবার্তা/জেএইচ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com