
লেবাননের রাজধানী বৈরুতে এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এ হামলায় অন্তত ৫ শিশু নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন।
২০ সেপ্টেম্বর, শুক্রবার রাজধানীর দাহিইয়ের নামের এলাকার একটি ভবনে এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে দুইবার হামলা চালায় তারা। খবর আল জাজিারার।
আল জাজিরা জানিয়েছে, ধারণা করা হচ্ছে ওই ভবনে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উচ্চপদস্থ নেতা ছিলেন। যাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে বৈরুতের একটি উঁচু ভবন হামলার পর ধসে পড়েছে। এছাড়া বহু গাড়ি ধ্বংস হয়ে গেছে। হামলার পর পর সেখানে উদ্ধার অভিযান শুরু করেন সাধারণ মানুষ।
এ নিয়ে গত এক বছরের মধ্যে দখলদার ইসরায়েল লেবাননের রাজধানীতে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। এরমধ্যে জানুয়ারিতে বৈরুতে হামলা চালিয়ে হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরি এবং জুলাইয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুকরকে হত্যা করে তারা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) যে স্থানে হামলা হয়েছে এটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সশস্ত্র এ গোষ্ঠীর উচ্চপদস্থ কমান্ডাররা সেখানে থাকেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]