
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারত আরও এক নারী মুখ্যমন্ত্রী পেল। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা হচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগ পত্র তুলে দেবেন অরবিন্দ কেজরীওয়াল।
জানা যায়, বিধায়কদের বৈঠকে কেজরিওয়ালকেই পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করার প্রস্তাব দেন দলের নেতা দিলীপ পান্ডে। কেজরিওয়াল অতিশীর নাম প্রস্তাব করলে সবাই এটি গ্রহণ করেন।
বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলাচ্ছেন অতিশী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই ভারতের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
উল্লেখ্য, দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির (আপ) প্রধান কেজরীওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন। গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানিয়েছেন, দুইদিন পর মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না।
বিবার্তা/জেনি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]