১৫টি সাহায্য সংস্থার একটি গ্রুপের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, অবরুদ্ধ গাজায় প্রয়োজনীয় খাদ্য সহায়তার ৮৩% ইসরায়েলের বাঁধায় পৌছাতে পারছে না। যুদ্ধবিদ্ধস্ত গাজার মানুষেরা গড়ে প্রতিদিন মাত্র এক বেলা খাবার খাচ্ছেন।
বিবৃতিতে সংস্থাগুলি আরও বলেছে, ২০২৩ সালের তূলনায় খাদ্য সহায়তায় ইসরায়েলের বাঁধার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২০২৩ সালে মাত্র ৩৪% খাদ্য সহায়তার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছিল, সেখানে ২০২৪ সালে খাদ্য সহায়তায় বাধা দেওয়ার হার ৮৩%।
প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্ক (পিএনজিও) এর পরিচালক আমজাদ আল শাওয়া বিবৃতিতে বলেছেন, গাজার জনসংখ্যার ১০০% এখন সাহায্যের উপর নির্ভরশীল। দ্রুত খাদ্য সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বিবৃতি প্রকাশকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে সেভ দ্য চিলড্রেন, অ্যাকশনএইড, ক্রিশ্চিয়ান এইড এবং ইসলামিক রিলিফ। সূত্র: আল জাজিরা
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]