
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে জ্বালানি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকটি থেকে জ্বালানি লিক হচ্ছিল। লোকজন ট্রাকটি থেকে চুইয়ে পড়া জ্বালানি তেল সংগ্রহের সময় গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাইতির সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান এমানুয়েল পিয়েরে জানান, মিরাগোয়ানে শহর এলাকায় এই বিস্ফোরণে আরও ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগ লোকজনের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।
আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে মিরাগোয়ান বন্দরের সান্ত থেরেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি ভয়ংকর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি।’
প্রধানমন্ত্রী জানান, জরুরি দলগুলো ‘গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে’ কাজ করছে। ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
এর আগেও, ২০২১ সালে হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ-হাইতিয়েনে একটি জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়ে ৬৬ জন নিহত হন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]