
ভারতের মণিপুর রাজ্যে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যটিতে পরিস্থিতি স্থিতিশীল করতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই সহিংস পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াংকা গান্ধী।
মণিপুর সফরে না যাওয়ায় মোদির সমালোচনা করে প্রিয়াংকা গান্ধী বলেন, ‘মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর উদাসীনতা ক্ষমার অযোগ্য।’ তিনি দাবি করেন, সংঘর্ষ পীড়িত রাজ্যটির মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু মোদি সেই দুর্দশার দিকে মনোযোগ দিচ্ছেন না।
প্রিয়াংকা গান্ধী বলেন, মণিপুরে সহিংসতা থামাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মণিপুরের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি প্রধানমন্ত্রী মোদির ইচ্ছার ওপর নির্ভর করতে পারে না। প্রায় দেড় বছর ধরে রাজ্যটি জ্বলছে, আর মোদি কোনো কার্যকরী পদক্ষেপ নেননি।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সরাসরি প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গত ১৬ মাসে প্রধানমন্ত্রী এক সেকেন্ডও মণিপুরে কাটাননি, যেখানে রাজ্যটির মানুষ তার এবং শাহের দুষ্কর্মের খেসারত দিচ্ছে। তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অপসারণের দাবি জানিয়ে বলেন, ‘বীরেন সিং তার পদে অযোগ্য।’
মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, মণিপুরে অব্যাহত সহিংসতা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিতে দায়িত্ব নিতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]