ইয়াগির প্রভাবে ভিয়েতনামে সেতুধস, নিখোঁজ ১৩
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০
ইয়াগির প্রভাবে ভিয়েতনামে সেতুধস, নিখোঁজ ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে একটি ব্যস্ত সেতু ধসে পড়েছে। গত শনিবার আঘাত হানা এ ঝড়ে এখন পর্যন্ত ৬০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন।


ভিয়েতনামের ফু থো প্রদেশের ফোং চাউ সেতুটি ধসে পড়ে সোমবার (৯ সেপ্টেম্বর)। একটি গাড়ির ড্যাশক্যামেরায় সেটির ধসে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই সেতুটির একটি অংশ ধসে পড়ে কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় নিখোঁজ ১৩ জনকে উদ্ধারে অভিযান চলছে।


সেতু ধসে পড়ে ১০টি গাড়ি ও দুটি স্কুটার নিচে রেড রিভারে পড়ে গেছে বলে জানিয়েছেন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী হো ডাক ফোক।


সেতু ধসে পড়ার যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে দেখা যায়, ধসে পড়ার মুহূর্তে সেতুটিতে একটি লরি উঠছে। হঠাৎ সেতুর সঙ্গে সেটিও উল্টে নদীতে পড়ে যায়। চালক সেটি থামানোর কোনো সুযোগই পাননি। নদী থেকে এ পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে।


সেতু ধসে পড়ার সময় এনগুয়েন মিনহ হাই মোটরসাইকেলে করে সেতুটি পার হচ্ছিলেন। হাসপাতাল থেকে তিনি বলেন, ‘পড়ে যাওয়ার সময় আমি খুবই আতঙ্কিত ছিলাম। আমার মনে হচ্ছে, আমি মৃত্যুর মুখ থেকে ফিরেছি। আমি সাঁতার জানি না। ভেবেছিলাম আমি মারা যাব।’


সেতুটির কিছু অংশ এখনো ঠিক আছে। সেনাবাহিনীকে যত দ্রুত সম্ভব ধসে পড়া অংশে পন্টুন নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।


গত তিন দশকে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি। গত শনিবার সেটি ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে। ঝড়ে আহত হয়েছেন ২৪০ জনের বেশি। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন প্রায় ১৫ লাখ মানুষ। ইয়াগি ছিল এ বছর এখন পর্যন্ত এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।


যদিও টাইফুন ইয়াগি এখন দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে এবং পশ্চিমে অগ্রসর হচ্ছে, তবু যাত্রাপথে সেটি আরও দুর্যোগ সৃষ্টি করতে পারে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com