কানাডার টরেন্টোতে জাতীয় সংগীত গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০
কানাডার টরেন্টোতে জাতীয় সংগীত গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডার টরন্টোর সাংস্কৃতিক কর্মী, লেখক, সাংবাদিকসহ সর্বস্তরের নাগরিকরা শতকণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন। এসময় পুরো ডেন্টনিয়া পার্কে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।


কানাডার স্থানীয় সময় ৬ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি এবং জাতীয় সংগীত সম্পর্কে অবমাননাকর বক্তব্যের জেরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এদিন টরন্টোর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুলসংখ্যক বাংলাদেশি কানাডিয়ান সমবেত হয়ে এই কর্মসূচি পালন করেন।


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি দেলওয়ার এলাহী এবং সাংস্কৃতিক সংগঠক ম্যাক আজাদ। পরে সবাই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।


এসময় সূচনা বক্তব্যে জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


প্রতিবাদ সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনির বাবু, ম্যাক আজাদ, মাহমুদুল ইসলাম সেলিম, শ্যামল বসাক, শিবু চৌধুরী, এলিনা মিতা, হোসনে আরা জেমী, শিখা আহমেদ, জামিল বীন খলিল, আরিয়ান হক, প্রতিমা সরকার, অরুনা হায়দার, ফারহানা শান্তা, জগলুল আজিম রানা, হিমাদ্রী রায়সহ সাংস্কৃতিক কর্মীরা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com