
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবানের বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই। এছাড়া নিউইয়র্কের আরও কিছু কর্মকর্তার বাড়িতেও অভিযানের ঘটনা ঘটেছে।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। তবে কেন এসব অভিযান চালানো হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।
৬ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই কর্তৃপক্ষ নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার এডওয়ার্ড ক্যাবানের বাড়িতে অভিযান চালিয়েছে। এনওয়াইপিডি বিবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘নিউইয়র্কের দক্ষিণ জেলায় মার্কিন অ্যাটর্নি অফিসের একটি তদন্ত সম্পর্কে তারা অবগত রয়েছে যেখানে পরিষেবার সদস্যরা জড়িত।’
বিবিসি বলছে, নিউইয়র্কের পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবানের বাড়ি ছাড়াও মেয়র এরিক অ্যাডামসের নিযুক্ত নিউইয়র্কের অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারাও, যারা দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছেন, বৃহস্পতিবার তাদের বাড়িতে অভিযান হতে দেখেছেন।
বাড়িতে অভিযান হওয়া কর্মকর্তাদের মধ্যে নিউইয়র্কের ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইট এবং ডেপুটি মেয়র ফর পাবলিক সেফটি ফিলিপ ব্যাঙ্কস তৃতীয়ও রয়েছেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]