
নির্দিষ্ট সময়ে হামাসপ্রধান ইসমাইল হানিয়া হত্যার জবাব দেবে ইরান। এ জন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিবে বলে জানান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের অপারেশন্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি।
৪ সেপ্টেম্বর, বুধবার ইরানের সরকারি সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
এসময় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত ‘অপারেশন আরবাইন’-এর প্রতি ইঙ্গিত করে ইরানের এ সেনা কমান্ডার বলেন, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ এটি পরিচালনা করেছে। তবে ইরানের দাঁতভাঙা জবাব অবশ্যই ভিন্ন হবে।
উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে গত ৩১ জুলাই হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কখন দেবে ইরান, এ নিয়ে উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এ হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও এখনো বদলা নেয়নি ইরান। এখন এর উপযুক্ত জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে দেশটি।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]