বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৪:৪৪
বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় বাস ও ট্রাক থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর গুলি করে অন্তত ২৩ জনকে হত্যা করা হয়েছে।


২৬ আগস্ট, সোমবার দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।


মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের বরাত দিয়ে ডন নিউজ জানায়, অস্ত্রধারীরা মুসাখাইল জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে। এরপর বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। সবার পরিচয়পত্র দেখার পর যাত্রীদের গুলি করে হত্যা করেছে। নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।


এছাড়াও, অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে স্থানান্তর করতে শুরু করেছেন।


এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। এক বিবৃতিতে তার কার্যালয় থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তারা কেউ পালাতে পারবে না। বেলুচিস্তান সরকার অবশ্যই সন্ত্রাসীদের খুঁজে বের করবে।


উল্লেখ্য, পাঞ্জাবের লোকদের লক্ষ্য করে এ ধরনের হামলা প্রায়শই হচ্ছে পাকিস্তানে। এর আগে এপ্রিলে, নোশকির কাছে একটি বাস থেকে ৯ পাঞ্জাব যাত্রীকে নামিয়ে তাদের আইডি কার্ড চেক করার পর গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। গত বছরের অক্টোবরে অজ্ঞাত বন্দুকধারীরা বেলুচিস্তানের কেচ জেলার তুরবাতে পাঞ্জাবের ছয় শ্রমিককে গুলি করে হত্যা করে।


এ ব্যাপারে পুলিশ বলছে, টার্গেট করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতরা সবাই দক্ষিণ পাঞ্জাবের বিভিন্ন এলাকার বাসিন্দা, জাতিগত পটভূমির জন্য তাদের হত্যার জন্য বেছে নেওয়া হয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com