
দক্ষিণ কোরিয়ার বুচিয়ন শহরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।
২২ আগস্ট, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী সিওলের দক্ষিণে বুচেন এলাকার একটি নয়তলা হোটেলের আট তলায় ছড়িয়ে পরে আগুন।
হতাহতদের মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। আটকে পড়াদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছে দেড়শো ফায়ার সার্ভিস কর্মী।
প্রায় দুই ঘণ্টা একটানা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতদের বেশিরভাগই ছিলেন হোটেলের অতিথি। উদ্ধারকাজ পরিদর্শন করেছেন দেশটির নিরাপত্তামন্ত্রী লি স্যাং মিন। তবে, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ইতোমধ্যে, তদন্ত করার জন্য একটি দল গঠন করেছেন নিরাপত্তামন্ত্রী।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]