ফিলিস্তিনের প্রতি সমর্থন জানালেন পুতিন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৪:৫৬
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানালেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনি জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্খাকেও মস্কো সমর্থন করে।


এসময় রাশিয়ায় সফরে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রিয় নেতা ও প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন পুতিন।


১৩ আগস্ট, মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যকার আলোচনার সময় এসব কথা বলেন পুতিন।


পুতিন বলেন, ইউক্রেনে নিজেদের যুদ্ধের নানা চাহিদার মধ্যেও রাশিয়া মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর দিকে নজর রাখছে। তবে রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ এবং এক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের বিষয়টি পুতিন তার কথায় সরাসরি উল্লেখ করেননি।


ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, আব্বাসের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, সবাই ভালোভাবেই জানে রাশিয়াকে আজ দুঃখজনকভাবে হাতে অস্ত্র নিয়ে নিজেদের স্বার্থ ও জনগণকে রক্ষা করতেই হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে, সেটিও আমাদের পক্ষ থেকে নজর এড়িয়ে যাচ্ছে না।


পুতিন বলেন, আমরা অবশ্যই খুবই বেদনা আর উদ্বেগ নিয়ে ফিলিস্তিনে নেমে আসা এই মানবিক বিপর্যয় লক্ষ্য করছি।


উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় গেছেন আব্বাস। বুধবার পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য আঙ্কারা যাবেন তিনি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com