দেশদ্রোহিতার শঙ্কায় সামরিক নিয়োগকর্তাদের বরখাস্ত করলেন জেলেনস্কি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১১:৪৪
দেশদ্রোহিতার শঙ্কায় সামরিক নিয়োগকর্তাদের বরখাস্ত করলেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্নীতির অভিযোগে ইউক্রেনের সমস্ত অঞ্চলের সামরিক বাহিনীর নিয়োগকর্তাদের বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়োগকর্তাদের বরখাস্ত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘তারা দেশদ্রোহিতা করতে পারে।’ খবর এএফপির।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বরখাস্তের তথ্য জানিয়ে জেলেনস্কি লেখেন, “সামরিক বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের পর, আমরা সমস্ত আঞ্চলিক সামরিক নিয়োগকর্তাদের বরখাস্ত করছি।’ তিনি আরও লেখেন, ‘এই ব্যবস্থাটি এমন লোকদের দ্বারা চলা উচিত, যারা জানেন যুদ্ধ কী এবং কেন যুদ্ধের সময় নিন্দাবাদ এবং ঘুষ দেওয়া রাষ্ট্রদ্রোহিতা।”


রুশ বাহিনীর দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার ও পাল্টা আক্রমণের জন্য সৈন্য নিয়োগ করছে কিয়েভ।


রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠেছে। দুর্নীতির এসব অভিযোগে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে শীর্ষ উপদেষ্টা কিরিলো ছাড়াও চার সহকারী মন্ত্রী ও পাঁচজন আঞ্চলিক গভর্নর রয়েছেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com