ভারী বৃষ্টিপাতে রাজস্থান অন্তত ২০ জন নিহত
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১০:৫১
ভারী বৃষ্টিপাতে রাজস্থান অন্তত ২০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের রাজস্থানে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে অন্তত ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বিশেষ করে জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসা জেলাগুলোতে রাস্তা এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া বৃষ্টির জেরে রাজ্যটির বহু স্থানে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।


১২ আগস্ট, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।


প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের মধ্যে রাজস্থানের বিভিন্ন অংশে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। প্রবল বৃষ্টিতে রাজ্যটির জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তায় পানি জমে গেছে।


এ ছাড়া বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার পর সোমবার জয়পুর, জয়পুর গ্রামীণ এলাকা, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুরে স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রবিবার আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।


এদিকে জয়পুরের উপচে পড়া কানোটা বাঁধে ডুবে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হলেও রবিবার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া, ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাত ছেলের মৃত্যু হয়েছে।


জয়পুর গ্রামীণ এলাকার ফাগিতে মাশি নদীর বাঁধে মোটরসাইকেলসহ সীতারাম (২১) ও দেশরাজ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া মধুরাজপুরায় ড্রেনে পড়ে বনওয়ারী (২৫) এবং দুডুতে আনিকাটে পড়ে সাদ্দাম (৩২) নামে দুজনের মৃত্যু হয়েছে।


বেওয়ারে পুকুরে পিছলে পড়ে অশোক কুমার (২৩) নামে একজন মারা যায় এবং পাখরিয়াবাসের বাসিন্দা বাবলু (১৬) পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। কেকরিতে গুলগাঁওয়ের একজনের মৃত্যু হয়েছে পানিতে ভেসে গিয়ে।


করৌলিতে বাড়ির বিম ভেঙ্গে এক ব্যক্তি এবং তার ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া, বড়পুরা গ্রামে ১২ বছরের একটি মেয়ে পানিতে ভেসে গেছে। বাঁশওয়াড়ায় বিকাশ শর্মা দৌসার একজন নার্সিং ছাত্র কাদেলিয়া জলপ্রপাতে ডুবে মারা গেছে।


এদিকে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে এ দুর্যোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com