ফের ইরানকে হুমকি দিলেন বাইডেন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৫:৩১
ফের ইরানকে হুমকি দিলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


১০ আগস্ট, শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে ওই হুঁশিয়ারি দেন।


সংবাদ সম্মেলনে আসার সময় গাড়ি থেকে নেমেই তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, না, কখনো এ কাজ করবেন না। পরে তিনি ঘাবড়ে যাওয়া সাংবাদিকদের বলেন, আপনাদের বলিনি, ইরানকে সতর্ক করলাম, যাতে ইসরায়েলে হামলা না চালায়। খবর আনাদোলুর।


এর আগে গত এপ্রিলে তিনি ইরানকে হুমকি দিয়ে ছিলেন। ইসরায়েল তখন সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়ে দুই জেনারেলসহ ৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে।


তখন ইরানের হামলার ভয়ে প্রচণ্ড ভীত ছিল ইসরায়েল। ইসরায়েলকে রক্ষা করতে তখন তেহরানকে হুমকি দিয়ে ছিলেন বাইডেন।


৩১ জুলাই ইরান সফররত হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। ইরানের ধারনা এ হত্যাকাণ্ড ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদই করেছে। কারণ এর আগেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে মোসাদ।


এর পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। তার একদিন আগে লেবাননের বৈরুতে হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে।


এ সব ঘটনায় ইসরায়েলকে কঠিন শিক্ষা দেয়ার হুমকি দিয়ে আসছে ইরান। ইরান বলেছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেও ইসরায়েলে হামলা থেকে পিছু হটবে না তেহরান। আর এ কারণেই বেশি চিন্তিত বাইডেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com