
আফগানিস্তান সীমান্তে আবার পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিল তালেবান।
৯ আগস্ট, শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ‘গুল বাহাদুর গ্রুপ’-এর যোদ্ধাদের হামলায় অন্তত তিন সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইসিপিআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খাইবার জেলায় ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিটিপি এবং ‘গুল বাহাদুর গ্রুপ’-এর জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে রাজগল উপত্যকায় অনুপ্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায়। সেনাদের পাল্টা গুলিতে প্রাণ হারায় চার বিদ্রোহীও।
খাইবার জেলার লাগোয়া বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক টিটিপির ‘শক্ত ঘাঁটি’ হিসাবে পরিচিত। অনুপ্রবেশকারীরা হামলা চালিয়ে সেদিকেই পালিয়েছে বলে মনে করা হচ্ছে।
বস্তুত, শুক্রবারও বান্নুতে দু’টি পৃথক হামলা চালায় পাকিস্তানের তালেবান বাহিনী। তাতে তিন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক জখম হন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]