পূর্ব ইউক্রেনের কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে রুশ হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
৯ আগস্ট, শুক্রবার এই হামলা হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগো ক্লিমেঙ্কো হতাহতের তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইগর ক্লিমেঙ্কো টেলিগ্রামে প্রকাশিত একটি পোস্টে জানান, ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। তিনি ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপর অগ্নি নির্বাপকের কাজের ছবি প্রকাশ করেছেন।
এএফপির সাংবাদিকরা পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে দ্বিতীয় দফা হামলার সতর্কবার্তা পেয়েছেন এবং শহরের আশপাশের এলাকা থেকে মানুষজন পালিয়ে যেতে দেখেছেন।
শহরটি রুশ সেনার অবস্থান থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে প্রায় প্রতিদিন হামলা হয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]