আবারও মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরুর হুমকি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তাহলে মস্কো অবশ্যই মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করবে।
রবিবার (২৮ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে একথা জানা যায় ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা মধ্য ও স্বল্পপাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত করার চুক্তি করেছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইউরোপের কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে আমরা আগের চুক্তি থেকে সরে আসার কথা ভাবব।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন যে ধরনের অস্ত্রের কথা বলেছেন সেগুলো মূলত ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের উৎপাদন ও মোতায়েন নিয়ন্ত্রণ করতে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ‘ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ নামে একটি চুক্তি করে। তবে ২০১৯ সালে পরস্পরের বিরুদ্ধে ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগে আনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পরে ওই চুক্তি থেকে বের হয়ে যায় দেশ দুইটি। যদিও রাশিয়া পরে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে, তারাও একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না।
এদিকে, সম্প্রতি ওয়াশিংটন এবং বার্লিন ঘোষণা করেছে যে ২০২৬ সালে জার্মানিতে টমাহক ক্রুজ মিসাইলসহ দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো মোতায়ন করা হবে। ওই যৌথ ঘোষণায় যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজসহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বলা হয়।
এর জবাবে পুতিন বলেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক সাইটগুলো এই জাতীয় ক্ষেপণাস্ত্র সীমার মধ্যে পড়বে। রাশিয়াকে পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত থাকতে হব। যেনো শত্রু পক্ষ হামলা শুরুর ১০ মিনিটের মধ্যে আত্নরক্ষার জন্য প্লাল্টা আক্রমণ করা যায়। এ পরিস্থিতি আমাদের স্নায়ুযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় ইউরোপে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]