
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রবিবার (২৮ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর ইথিওপিয়ার খবরে বলা হয়েছে, আমহারা অঞ্চলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। কাঠের তৈরি নৌকাটি ইরিত্রিয়ার সাথে ইথিওপিয়ার সীমান্তে টেকেজ নদীর ওপারে যাত্রীদের একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাচ্ছিল। এ সময় বন্যার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাতে ২৬ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
বেঁচে যাওয়াদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমহারা মিডিয়া কর্পোরেশন (এএমসি) জানিয়েছে। তাদের মধ্যে ‘গুরুতর আহত’ এক শিশুও রয়েছে।
অবশ্য যারা মারা গেছে তাদের সবার মৃতদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে কিনা তা রবিবার পর্যন্ত স্পষ্ট হয়নি।
উল্লেখ্য, উত্তর ইথিওপিয়াতে গণমাধ্যমের প্রবেশাধিকার কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে ব্যাপকভাবে সীমাবদ্ধ। এই অঞ্চলে সেনাবাহিনী এবং ফানো নামে পরিচিত জাতিগত আমহারা মিলিশিয়াদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ দেখা গেছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]