ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১৪:১২
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভয়াবহ দাবানলে জ্বলছে উত্তর ক্যালিফোর্নিয়া। আগুন এত দ্রুত ছড়াচ্ছে যে এরই মধ্যে সেটি যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় দাবানলগুলোর একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


গতকাল শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত পার্ক ফায়ারে এরই মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ একর ভূমি পুড়ে গেছে।


ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের (ক্যাল ফায়ার) পক্ষ থেকে সামাজিক গাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, এবারের দাবানলটির নাম দেওয়া হয়েছে ‘পার্ক ফায়ার’। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সপ্তম বড় দাবানলে পরিণত হয়েছে।


চিকো নগরের কাছে মূলত একটি বড় গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকাজুড়ে আগুন জ্বলছে। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে চার হাজারের বেশি মানুষকে এলাকা ছেড়ে সরে যেতে বলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো থেকে চিকোর দূরত্ব ১৪৫ কিলোমিটার।


ক্যাল ফায়ার থেকে বলা হয়, ‘ভয়াবহ দাবানল অগ্নিনির্বাপক বাহিনীকে ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে।’


অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য ও এক ডজনের বেশি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের অবস্থা ‘শূন্য’।


শনিবার অন্য একটি পোস্টে ক্যাল ফায়ার থেকে বলা হয়, ‘খাড়া ভূমি এবং বাতাসের কারণে পার্ক ফায়ারের আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। পাহাড়ি ঢাল ও বাতাসের গতিপ্রবাহের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।’


চিকো নগরের কাছের বাট কাউন্টি থেকে গত বুধবার পার্ক ফায়ারের সূত্রপাত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে আগুন পাশের টেহামা কাউন্টিসহ বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
সর্বশেষ খবর অনুযায়ী আগুনে ১৩৪টি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।


দাবানল শুরু হওয়ার পরদিন গত বৃহস্পতিবার পুলিশ ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ঠেলে একটি গিরিখাতে ফেলে দিয়েছিলেন। সেখান থেকেই পার্ক ফায়ারের সূত্রপাত হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com