
দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভ। তাকে মস্কোর একটি প্রাক-বিচার আটক কেন্দ্রে পাঠানো হয়েছে।
রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে শুক্রবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, দিমিত্রি বুলগাকভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাকে পদচ্যুত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তার দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে।
৬৯ বছর বয়সী বুলগাকভ রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন তিনি। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’-ও পেয়েছেন তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]