
যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য ১০ লাখ পোলিও টিকা পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকার চালান সেখানে পৌঁছাবে বলে জানিয়েছেন জাতিসংঘের এই অঙ্গসংগঠনের মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে গেব্রিয়েসুস বলেন, “যদিও এখন পর্যন্ত গাজায় পোলিওর প্রদুর্ভাবের কোনো সংবাদ পাওয়া যায়নি, কিন্তু এ ধরনের অঘটন ঘটতে কতক্ষণ? যদি একবার (পোলিওর) প্রাদুর্ভাব ঘটে, তাহলে হাজার হাজার শিশু এতে আক্রান্ত হবে। তাই আগাম সতর্কতা হিসেবে এই টিকাগুলো পাঠানো হচ্ছে।”
‘পোলিওমাইলিটিস’ রোগটির সংক্ষিপ্ত নাম পোলিও। ভাইরাসজনিত এই রোগটি সরাসরি রোগির স্থায়ুতন্ত্রে আঘাত করে। ফলে এই রোগে আক্রান্তরা সেরে উঠলেও অধিকাংশই পঙ্গু হয়ে যায়। সাধারণত শিশুরা এই রোগে আক্রান্ত হয় এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে ঝুঁকিতে থাকে।
১৯৮৮ সাল থেকে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচির পর থেকে বিভিন্ন দেশে কমতে থাকে পোলিও’র প্রকোপ। বর্তমানে শুধ আফগানিস্তান,পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশ ব্যতীত বিশ্বের আর কোনো দেশে পোলিও নেই।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে— ডব্লিউএইচও’র পোলিও টিকা পাঠানোর তথ্য ইসরায়েল পেয়েছে এবং ইসরায়েলি সেনাদের তত্ত্বাবধানে গাজায় টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
সূত্র : এএফপি
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]