
ইউক্রেনের বিরুদ্ধে লড়াই জোরদারে এবার নতুন কৌশল নিয়েছে রাশিয়া। জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে মস্কোর কোনো বাসিন্দা যুদ্ধে যোগ দিলে তাকে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র।
বৃহস্পতিবার (২৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের যুদ্ধ শুরুর পর থেকে অনেক সেনা হারিয়েছে রাশিয়া। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কেবল ইউক্রেনের খারকিভেই মে ও জুন মাসে পুতিন বাহিনীর ৭০ হাজার সেনা হতাহত হয়েছে। তাই এবার লড়াই জোরদারে নতুন কৌশল আনছে রাশিয়া।
জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে মস্কোর কোনো বাসিন্দা যুদ্ধে যোগ দিলে তাকে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে রাশিয়া।
মস্কোর মেয়র এক বিবৃতিতে বলেন, শহরের কেউ যুদ্ধে যোগ দিলে তাদের প্রত্যেককে ২২ হাজার মার্কিন ডলার নগদ অর্থ দেয়া হবে।
তিনি আরও জানান, যদি কোনো সেনা যুদ্ধেএক বছর অতিবাহিত করেন, তাহলে চাকরির প্রথম বছরে সে আয় করতে পারবে ৫৯ হাজার মার্কিন ডলার। এছাড়া, যারা যুদ্ধে আহত হবেন তারা অতিরিক্ত ৬ থেকে ১২ হাজার মার্কিন ডলার পাবেন। আর কেউ যদি যুদ্ধের ময়দানে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ৩৪ হাজার মার্কিন ডলার।
এর আগে রুশ সামরিক বাহিনীতে আরও ১ লাখ ৭০ হাজার সেনা নিয়োগের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এরই ধারাবাহিকতায় মস্কোর মেয়র এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
এদিকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোণঠাসা অবস্থায় আছে কিয়েভ। পশ্চিমাদের সহায়তা কমে যাওয়ায় বিপাকে আছে তারা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]