
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তার মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মহাথিরের বয়স এখন ৯৯ বছর।
কাশির সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।
তিনি আরো বলেন, মাহাথির গত সোমবার থেকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে রয়েছেন এবং আগামী কয়েক দিন হাসপাতালেই থাকবেন। তবে তার মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদরোগের ইতিহাসও রয়েছে এবং সর্বশেষ তাকে গত জানুয়ারিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় তিন মাস হাসপাতালে ভর্তি থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি মালয়েশিয়ায় দুই দফায় প্রধানমন্ত্রী ছিলেন।
সূত্র : রয়টার্স
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]