
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলরুম থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৬ জুলাই, মঙ্গলবার এ ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপিকে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গুলিতে ছয়জন নিহত হয়েছেন এমন তথ্য উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, তাদের মৃত্যুর সঙ্গে ‘বিষাক্ত পদার্থের’ সংশ্লিষ্টতা রয়েছে।
ধারণা করা হচ্ছে, নেশা বা মদজাতীয় কোনো কিছু পান করে তাদের মৃত্যু হতে পারে।
থাই প্রভাবশালী সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। তাদের কক্ষে কোনো ধরনের সহিংসতার আলামত পাওয়া যায়নি এবং তাদের লাগেজগুলো কক্ষের সামনের দরজার কাছে পাওয়া গেছে।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে পাথুম ওয়ান জেলার গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেলের ঘটনার বিষয়ে লুম্পিনি পুলিশকে জানানো হয়। সেখানে গিয়ে পুলিশ তিনজন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে। দরজার সামনে তাদের লাগেজ পাওয়া গেছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে ও তথ্য সংগ্রহ করতে সেখানের লোকদের জিজ্ঞাসাবাদ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের ছয়জনই ভিয়েতনামের নাগরিক। তবে তাদের মধ্যে দুইজনের মার্কিন নাগরিকত্বও রয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তারা আত্মহত্যা করেছেন নাকি তাদের বিষপ্রয়োগ করে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]