ইংল্যান্ডে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুই মেয়েকে হত্যা
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৫:৪৩
ইংল্যান্ডে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুই মেয়েকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাজ্যে হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির জন হান্ট নামের এক সাংবাদিকের স্ত্রী এবং দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। তিনি বিবিসির রেসিং বিভাগের ধারাভাষ্যকার। এই ঘটনায় কাইল ক্লিফোর্ড নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছ থেকে ২৬ বছর বয়সী কাইলকে আহত অবস্থায় আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


১১ জুলাই, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


নিহতরা হলেন- বিবিসির ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের ৬১ বছর বয়সি স্ত্রী ক্যারল হান্ট এবং তার দুই মেয়ে ২৮ বছর বয়সি হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সি লুইস হান্ট। হার্টফোর্ডশায়ারের বুশেতে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালে তাদের হত্যা করা হয়।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বুশে শহরের অ্যাশলি ক্লোজ এলাকার একটি বাড়িতে তিনজনকে গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান বলে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।


৩০ বছরেরও বেশি সময় ধরে বিবিসিতে চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্য তিনি বেশ জনপ্রিয়।


বিবিসির রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং দুই মেয়ে হার্টফোর্ডশায়ারের বুশে শহরের নিজ বাড়িতেই হামলার শিকার হন। এই ঘটনায় কাইল ক্লিফোর্ড (২৬) নামে এক ব্যক্তিকে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে আহত অবস্থায় আটক করা হয়েছে। সন্দেহভাজন এই ব্যক্তি দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন বলে জানা গেছে।


হার্টফোর্ডশায়ার এবং উত্তর লন্ডনে ব্যাপক তল্লাশির পরে বুধবার বিকেলে পুলিশ অফিসাররা লন্ডনের এনফিল্ড এলাকায় ক্লিফোর্ডকে খুঁজে পান।


পুলিশের বিশ্বাস, গত মঙ্গলবার সন্ধ্যায় চালানো এই আক্রমণটি ছিল টার্গেটেড এবং ক্রসবো (ধনুকের মতো অস্ত্র) ও সেইসাথে সম্ভবত অন্যান্য অস্ত্র দিয়ে করা হয়েছিল।


হার্টফোর্ডশায়ার পুলিশ বলেছে, পুলিশ ‘কোনও গুলিবর্ষণ ছাড়াই’ কাইল ক্লিফোর্ডকে গ্রেপ্তার করেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করার পর এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।


এদিকে একসঙ্গে তিনজনের হত্যাকাণ্ডের এই ঘটনায় জন হান্টের পরিবার এবং তার কর্মস্থল বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসি রেসিং ধারাভাষ্যকার হিসেবে ৩০ বছরের বেশি সময় কাজ করছেন হান্ট।


সংবাদমাধ্যমের পাশাপাশি রেসিং সমর্থকদের মধ্যেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অবশ্য হত্যাকাণ্ডের শিকার নারীদের সঙ্গে ক্লিফোর্ডের পূর্বপরিচয় ছিল কি না তা এখনও নিশ্চিত নয়।


সর্বশেষ খবরে ডেইলি মেইল জানাচ্ছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে দিকে এনফিল্ডের ল্যাভেন্ডার হিল সেমেট্রি থেকে ক্লিফোর্ডকে ধরেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ধরা পড়া ক্লিফোর্ডকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ তাকে কোনো গুলি করেনি।


এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা সন্দেহভাজন একজন ধরতে পেরেছেন। তবে চূড়ান্তভাবে তিনিই অপরাধী কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য এই ঘটনায় আর কোনো সন্দেহভাজনকে আপাতত খোঁজা হচ্ছে না বলেও তথ্য দিয়েছেন তিনি।


এই হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপা ক্রসবো আইন কঠোর করবেন বলে ঘোষণা দিয়েছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com