মোদির কড়া সমালোচনা করলেন জেলেনস্কি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১৯:৪৮
মোদির কড়া সমালোচনা করলেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদির মস্কো সফরকে ‘বিশাল হতাশা এবং শান্তি প্রচেষ্টার জন্য একটি ধ্বংসাত্মক আঘাত’ হিসাবে সমালোচনা করেছেন জেলেনস্কি।


৮ জুলাই, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কোর বাইরে নভো-ওগারিওভোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন।


একই দিন ৯০০ কিলোমিটার দূরে ইউক্রেনের শহরগুলোতে আঘাত হেনেছিল রুশ ক্ষেপণাস্ত্রগুলো। ওই হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয় এবং আহত হয় আরও ১৯০ জন।


জেলেনস্কি এক্স-এর একটি পোস্টে লিখেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করতে দেখাটা বিশাল হতাশা এবং শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত।


এদিকে গতকালের রুশ হামলা নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) ভাষণেও কোনো মন্তব্য করেননি মোদি। তবে মোদি এদিন ভারত ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক তার প্রশংসা করেছেন। ‘ভ্রমণ ও ব্যবসার সুবিধার্থে’ রাশিয়ার শহর ইয়েকাটেরিনবার্গ ও কাজানে দুটি নতুন কনস্যুলেট খোলার ঘোষণাও দিয়েছেন মোদি।


বিবার্তা/ইমি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com