হামাসের হামলায় ইসরায়েলের এক মেজর নিহত
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:৩২
হামাসের হামলায় ইসরায়েলের এক মেজর নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার হামাসের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। ৭ জুলাই, রবিবার ফিলিস্তিনের রাফাতে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা।


ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম (২৫)। তিনি ৬০১ নং ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কর্পসের কোম্পানি কমান্ডার ছিলেন।


ইসরায়েলের এই কর্মকর্তার মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৭ অক্টোবর হামাসের হামলায় আরও প্রায় ৩০০ সেনা প্রাণ হারিয়েছিলেন। এপর্যন্ত চলমান এ যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলের ছয়শরও বেশি সেনার মৃত্যু হয়েছে।


অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।


সূত্র : টাইমস আব ইসরায়েল


বিবার্তা/ইমি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com